গদ্য /গল্প প্রতিযোগিতা - দুই ((এইডস (AIDS))
2 Dec, 2018,
No comments
![]()

প্রতিযোগিতা সপ্তাহ --২
নিবন্ধের বিষয় -- এইডস
বিভাগ -- গল্প
শিরোনাম -- ভুল
কলমে- পারমিতা চ্যাটার্জী
কদিন ধরেই অনলের জ্বর কিছুতেই কমছে না-- মুক্তা খুব চিন্তায় পরে গেলো -- কি করবে বুঝতে পারছেনা -- দিন দিন বিছানার সাথে মিশে যাচ্ছে মানুষটা-- কি হবে কে জানে?
শ্বশুরবাড়ির সবাইকে খবর দিয়েছে -- শ্বশুর শাশুড়ি তো খবর পেয়ে তখুনি এসে গেছে --। ভাসুরও যাতায়াত করছে -- আজ ভাসুর একজন নতুন ডাক্তারের সন্ধান এনেছেন -- খুবই বড়ো ডাক্তার, আজই বহুকষ্টে তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে।
বিকেলে অনলকে ধরে ধরে মুক্তা আর তার ভাসুর নিয়ে এলো ডাক্তার সুগত মুখার্জীর চেম্বারে --।
ডাক্তার অনেকক্ষণ ধরে চেকআপ করে নানারকম ব্লাডটেস্ট দিলেন -- তারমধ্যে একটি টেস্ট দেখে মুক্তার চোখমুখ বদলে গেল -- ওর ভাসুরের ও মুখটা সাদা হয়ে গেল।
এইডস? কি করে তা সম্ভব? মাথায় আসছেনা মুক্তার -- স্বামীর দিকে সন্দেহর দৃষ্টিতে তাকালো--
ভাসুর ও মুক্তার সংশয়ের কারণ বুঝতে পারলেন--।
মুক্তা ভাসুর অমলকে বলল-- দাদাভাই আমি একটু ডাক্তারের সাথে আলাদা ভাবে কথা বলতে চাই --
- অমল কি আর করবে? তার মনেও যথেষ্ট সংশয় -- তাই অনিচ্ছা সত্বেও মুক্তা কে বলল-- ঠিক আছে তুমি যখন চাইছ বলে নিতেই পারো-- তবে আমার মনে হয় আগে টেস্ট করে রিপোর্ট গুলো নিয়ে তারপর কথা বলা ভালো--
-- না দাদাভাই আমি আগেই একটু কথা বলে নিতে চাই।
ডাক্তারের সামনে মুক্তা বসল--
ডাঃ স্মিত হাস্যে বললেন -- বলুন কি জানতে চান?
-- এইডস এর টেস্ট টা কেন দিলেন? আপনার কি কোন সন্দেহ হচ্ছে? এইচ আই ভি পজিটিভ থাকতে পারে?
- দেখুন আজকাল আমরা সবক্ষেত্রেই এই টেস্ট টা করে নি-- বিশেষ করে এতদিন ধরে নর্মাল জ্বর কেন কমছে না? সেটা জেনে নেওয়ার তো দরকার -- যদি ধরুন রিপোর্ট পজিটিভ আসে তাহলেও এটা ভাবার কোন কারণ নেই যে কোন যৌন সংসর্গ থেকেই রোগটা এসেছে?
-- তবে?
- অনেককিছুই থেকে আসতে পারে-- যেমন ধরুন ইনজেকশন সিরিন্জ -- যা দিয়ে কোন এইডস রোগীর রক্ত নেওয়া হয়েছে আবার ওই একই সিরিন্জ উনার ক্ষেত্রে ব্যাবহার হয়েছে -- বা কোন কারণে সেলুনে দাড়ি কাটাবার সময় একই ব্লেড ব্যাবহার করা হয়েছে। তাই কারণ অসংখ্য এই নিয়ে এখুনি মাথা খারাপ করার প্রয়োজন নেই --।
মুক্তা বাড়ি চলে এলো অনল কে নিয়ে কিন্তু মুখ থেকে দুর্ভাবনার রেশটা কাটলনা--।
অনলও বুঝতে পারছেনা এরকম ভাবান্তরের কারণ কি?
পরদিন ব্লাড টেস্টে গেল -- মুক্তার গম্ভীরমুখের দিকে চেয়ে অনল বলল-- সমানে আমার পরিচর্যা করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছ -- আমার মনে হয় তোমার একটু রেস্ট দরকার -- দুদিন বাপেরবড়ি থেকে ঘুরে এসো না হয়--
মুক্তা ফট করে জিজ্ঞেস করল-- আচ্ছা অনল-- তুমি যে মাস দুয়েক আগে অফিস ট্যুরে গিয়েছিলে-- তখন কি তোমার সেক্রেটারী মেয়েটি সাথে গিয়েছিল?
- হ্যাঁ গিয়েছিল - তো?
- আমি আমার উত্তর পেয়ে গেছি --
- হোয়াট? এর সাথে তোমার উত্তর পাওয়ার কি আছে?
- আছে অনেক কিছুই আছে -- তারপর থেকেই তোমার জ্বর শুরু হয়--
- আমার জ্বরের সাথে এর কি সম্পর্ক আমাকে একটু বুঝিয়ে বলবে?
- এখনও বুঝিয়ে বলতে হবে? সত্যি তুমি বুঝতে পারছনা না বুঝেও না বোঝার ভান করছ?
- মুক্তা যা বলার স্পষ্ট করে বল-- আমি এতো ঘোরপ্যাঁচ বুঝিনা--
-- আহারে কি সুবোধ ছেলে আমার -- কিছুই বুছিনা--
-- তুমি কি এই আজেবাজে কথাগুলো বলা বন্ধ করবে? না আমি এই শরীরে বেরিয়ে যাবো--
-- তুমি কেন বেরোতে যাবে? তোমার বাড়ি আমিই বেরিয়ে যাবো--।
শাশুড়ি এসে দরজায় দাঁড়িয়ে বললেন - বউমা আধমরা ছেলেটার সাথে এখন ঝগড়া না করলেই নয়--
-- আপনি আপনার ছেলের দায়িত্ব নিন-- আমি চলে যাবো--
-- যেও -- আমার ছেলে আমি তো ফেলতে পারবনা আমাকে দেখতেই হবে--।
বিকেলে অমল রিপোর্ট আনল-- এইচ আই ভি পজিটিভ এসেছে --
মুক্তা তখন শাশুড়িকে রিপোর্ট দেখিয়ে বলল-- দেখুন আপনার ছেলের কি অসুখ করেছে? আপনি হলে কি করতেন মা? কোন মেয়ের পক্ষে এটা মেনে নেওয়া কি সম্ভব?
অনল তখন কান্নায় ভেঙে পরেছে -- দুহাতে মুখ ঢেকে বলছে -- এ অন্য কোনভাবে হয়েছে -- বিশ্বাস কর আমায় -- তুমি যা ভাবছ তা নয়-- তা কিছুতেই হতে পারেনা--।
মুক্তা কোন কথাই আর শুনলনা-- ছেলে নিয়ে বাপেরবড়ি চলে গেল--।
অনল একেবারে ভেঙে পরে বলল-- ও আমাকে ভুল বুঝে চলে গেল-- আমি নিজেই বুঝতে পারছিনা-- কি করে এমন একটা রোগ আমার হল--।
এরপর ডাক্তারের চেম্বারে তাকে আবার নিয়ে যাওয়া হল-- ডাক্তার ভালো করে সব চেকআপ করার জন্য উনার ক্লিনিকে ভর্তি করলেন --।
পরীক্ষা করে দেখা গেল-- এই জীবাণু অনলের শরীরে প্রায় বছর পাঁচেক ধরে বাসা বেঁধে আছে --।
মনে করে দেখুন তো পাঁচবছর আগে কিছু কি ঘটেছিল?
- তখন অমল বলল-- হ্যাঁ ওর তো একটা অ্যাকসিডেন্ট হয়েছিল -- মাথায় আঘাত লেগে অনেক রক্তপাত হয়েছিল -- সে সময় ওকে প্রচুর রক্ত দিতে হয়--
-- ডোনার কে ছিল?
- সে তো হাসপাতাল থেকেই জোগাড় করা হয়েছিল --
আপনারা টেস্ট করে নেন নি?
- তখন টেস্ট করার মতো সময় ছিলনা- ওর ইমিডিয়েট ব্লাডের প্রয়োজন ছিল --
- সেই রক্ত থেকেই শরীরে এই রোগের সংক্রামন হয়েছে - এবং তা পাঁচবছর আগেই হয়েছিল --। আচ্ছা উনার স্ত্রী কোথায়? উনাকে তো দেখছিনা-?
অনলই জবাব দিল এবার -- সে ধরেই নিয়েছে আমি দুশ্চরিত্র -- তাই ছেলে নিয়ে বাপেরবড়ি চলে গেল--।
ওর-- ফোন নাম্বারটা দিন তো আমাকে?
সেদিন ডাক্তার ফোন করে মুক্তাকে চেম্বারে আসতে বলেন--
মুক্তা ঢোকার পর ডাক্তার বললেন -- বসুন
- মুক্তা বসে জানতে চাইল আমাকে কেন ডাকলেন?
- ডাকলাম এই কারণে যে আপনি অনলের স্ত্রী --
-- হুম তো --?
আপনারা তো শিক্ষিত মহিলা-- সবকিছু না জেনেশুনে শুধু অসুখটার নাম শুনেই এতবড় একটা ডিশিসন নিয়ে নিলেন?
মানে?
আপনার সন্দেহ আপনার স্বামী দুমাস আগে তার সেক্রেটারীর সাথে অফিস ট্যুরে গিয়েছিল -- তাই সে এ অসুখের শিকার হয়েছে, তাই তো?
মুক্তা কোন উত্তর দিলনা -- চুপ করে বসে থাকলো --ডাক্তার বললেন -- প্রথমত আপনার কথা মেনে নিলেও মাত্র দু মাসের মধ্যে এই অসুখের কোন লক্ষণ দেখা যায়না-- এরা ঘাপটি মেরে শরীরের ভিতর বসে প্রভাব বিস্তার করে-- শরীরের বাইরে এরা বাঁচতে পারেনা--।
দ্বিতীয়ত আমরা পরীক্ষা করে যা দেখলাম অন্তত পাঁচবছর আগে ওর শরীরে এই জীবাণু ঢোকে-- পাঁচবছর আগে ওর একটা অ্যাক্সিডেন্টের হয়েছিল শুনলাম-- তার ফলে ওকে রক্ত নিতে হয়েছিল -- সেই রক্ত ভালো করে টেস্ট করা হয়েছিল কিনা আপনারা জানতেন না-- সেই রক্তের সাথেই এই জীবাণু ওর শরীরে ঢুকে যায়-- এবার বোঝাতে পারলাম?
মুক্তা মাথায় হাত দিয়ে বসে বলল - হায় ভগবান?
-- যদি এখনও সব ঠিক করতে চান তো এখুনি যান স্বামীর কাছে --
-- হ্যাঁ ভুল যখন আমিই করেছি প্রায়শ্চিত্ত আমিই করব--।
..................................................................
Recent Posts
-
উত্তম পাল
16 Dec, 2018 -
নির্ঝর চ্যাটার্জি (জীবন)
16 Dec, 2018 -
দীর্ঘশ্বাস
16 Dec, 2018 -
শিরোনাম --ছলনা
16 Dec, 2018 -
শিরোনাম -যা যায়না পাওয়া
16 Dec, 2018 -
গদ্য /গল্প প্রতিযোগিতা - তিন
16 Dec, 2018 -
কবিতা প্রতিযোগিতা-- তিন -বিষয়ঃ শীতের পরশ
16 Dec, 2018
Extra info
Replace this text with some additional info. If there is no extra info, you can hide this text or hide this block by clicking the icon at the above right corner.