আলোর উৎসব-অমিতাভ দাস
12 Nov, 2018,
No comments
কারা যেন শব্দ ছুঁড়ে যাচ্ছিল স্বপ্ন লক্ষ্য করে,
আর তুই ভয়ে আঁকড়ে ধরেছিলি আমায়।বলেছিলি বারন করো না ওদের,বলেছিলি আমার বুকে যেন কেউ পাথরের চাঁই ছুঁড়ছে,ওদের বারন করো,বারন করো।দৌড়ে বেরিয়েছি রাস্তায় হাত জোড় করে বলেছি বন্ধ করুন এ তান্ডব,বন্ধ করুন।শব্দেরা চারগুন বেড়েছে আরো।
ঘরে ফিরে দেখি তুই ঘুমিয়ে আছিস নিশ্চিন্তে।
এরপর সারা রাস্তা জুড়ে কত শব্দ কত আলো,
অথচ তোর ঘুম ভাঙলোনা একবারও।
কাঁচ ঢাকা গাড়িতে বুঝি শব্দ ঢুকতে পারেনি একটাও।তারপর যখন চুল্লীর গনগনে আলোটা ছুঁতে চলেছে তোর মুখ।তখন চারিদিকে উৎসব নাচছে,আলোর উৎসব।
...............................................................................................................................................আর তুই ভয়ে আঁকড়ে ধরেছিলি আমায়।বলেছিলি বারন করো না ওদের,বলেছিলি আমার বুকে যেন কেউ পাথরের চাঁই ছুঁড়ছে,ওদের বারন করো,বারন করো।দৌড়ে বেরিয়েছি রাস্তায় হাত জোড় করে বলেছি বন্ধ করুন এ তান্ডব,বন্ধ করুন।শব্দেরা চারগুন বেড়েছে আরো।
ঘরে ফিরে দেখি তুই ঘুমিয়ে আছিস নিশ্চিন্তে।
এরপর সারা রাস্তা জুড়ে কত শব্দ কত আলো,
অথচ তোর ঘুম ভাঙলোনা একবারও।
কাঁচ ঢাকা গাড়িতে বুঝি শব্দ ঢুকতে পারেনি একটাও।তারপর যখন চুল্লীর গনগনে আলোটা ছুঁতে চলেছে তোর মুখ।তখন চারিদিকে উৎসব নাচছে,আলোর উৎসব।
জেলা-হাওড়া
Recent Posts
-
উত্তম পাল
16 Dec, 2018 -
নির্ঝর চ্যাটার্জি (জীবন)
16 Dec, 2018 -
দীর্ঘশ্বাস
16 Dec, 2018 -
শিরোনাম --ছলনা
16 Dec, 2018 -
শিরোনাম -যা যায়না পাওয়া
16 Dec, 2018 -
গদ্য /গল্প প্রতিযোগিতা - তিন
16 Dec, 2018 -
কবিতা প্রতিযোগিতা-- তিন -বিষয়ঃ শীতের পরশ
16 Dec, 2018
Extra info
Replace this text with some additional info. If there is no extra info, you can hide this text or hide this block by clicking the icon at the above right corner.